কবিতার কথা মনে হতেই যার কথা সর্ব প্রথম মনে আসে তিনি আর কেও নন, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। যাকে আমরা এক নামে সবাই চিনি বিদ্রোহী কবি বলে।যার কবিতার রসে উদ্বুদ্ধ হয়ে  কবিতার শব্দ বুনতে শিখেছি। গাঁথতে শিখেছি কবিতার মালা। যদিও এ চেষ্টা অমুলক। ভাল লাগে তাই লিখি। কিন্তু কবি হওয়াটা সত্যি কঠিন। হাজার বছরের সাধনা যেন মূর্তমান। ভাবতেও পারিনা কেমন করে একজন মানুষ মাত্র চল্লিশ বছর বয়সে তার সৃষ্টি কে এভাবে বিলিয়ে দিতে পারেন। সৃষ্টি করতে পারেন যুগান্তকারি  রচনা। যখন কবিতার 'ক' বুঝতে কেটে যায় জীবনের অর্ধেক বেলা তখন কি করে এমন অমর সৃষ্টি কাজী নজরুল করলেন তা আমি ভেবে পাই না।-
তাই অবাক হয়ে ভাবি
তুমি মানুষ নাকি কবি,
সৃষ্টির এমন পূর্ণ সাধন
তুমি করলে সবি।