তোমার বুকে আমার ঘর
তোমার মনে আমার বাস,
এ যাবত কাল এই ভাবতাম
এটাই ছিল বিশ্বাস।


এখন দেখি তুমি আমার
নও গো শুধু একার সুখ,
চোখের তারায় দুঃখ ভাসে
অনল পোড়া রাঙ্গা মুখ।


এখন তুমি অন্য কারো
অন্য মনে তোমার মন,
শ্বেত আবীরে হৃদয় কাড়ে
আঁধারময় হয় ভূবন।