অতৃপ্ত মন থাকে উচাটন
শারদ ফুলের গন্ধে,
কিবা মন চায়
ভেবে নাই পায়
থাকে সদা অন্তরদ্বন্দ্বে।


এই ভাবে কত বহে অবিরত
শন শন বায়ু মৃদুলা
জানে না কোথায়
কোন অতলে ধায়
অন্তহীন পথ চলা।


হাসে না আকাশ মনটা হুতাশ
অনিমিখ চেয়ে থাকে,
নির্জন শরতে
শিউলীর রথে
উদাসী বনের বাঁকে।