আজ বুকের গহীন হয় উদাসীন
তোমাকে জানাতে বিদায়
আজ অতৃপ্ত মন হয় উচাটন
করে শুধু হায় হায়।


এই শ্রাবণে জানাই কেমনে
অশ্রু স্নাত চোখে
তুমি ছিলে মোর স্নিগ্ধ আঁচলে
আলতো শূণ্য বুকে।


বিদায়ের সুর বেদনা বিধুর
চলে যায় শ্রাবণ ধারা
শরতের প্রভাত বাড়ায় দু'হাত
আনন্দে আত্মহারা।


মানে না দিন হয়ে আসে ক্ষীণ
সাজাই নতুন ডালা
শ্রাবণ তোমায় বিদায় আজিকে
গাঁথি শরতের মালা।