তোমার দেয়া কষ্ট গুলো
এক একটা উপহার আমার
যা থেকে আমি নব জীবনের
উদ্দীপনা পাই।
সঞ্চালিত হই নব জাগরণের
ব্যর্থ চেষ্টায়।
নিশি জাগা রাত কিংবা
বিরহী দুপুরের নিঃসঙ্গতা
কেউই আমাকে রেহাই দেয় না
সেই ঐকান্তিক স্পর্শ থেকে।
তোমার চলে যাওয়া প্রমাণ করে
তোমার নিষ্পেষণ স্বার্থপরতা,
কি নির্ভেজাল চাওয়া তোমার
কাছে টানার সুকোমল আকুতি।
সব-সব ভেঙ্গে দিলে
এক নিমেষের ব্যর্থ ভুলে।
চলে গেলে তুমি
একাকিত্বের সুসজ্জিত মোড়কে
ঢেকে রেখে গেলে আমার
ভালবাসার ইচ্ছে ডানাকে।