দাঁত ফোকলা মামুজান
চিবিয়ে বলে কথা,
পানের পিকে রাঙ্গা ঠোঁট
ফেলে যথা-তথা।


ফোকলা দাঁতে হাসে বুড়ো
বাতাসে ওড়ে চুল,
কাশ বনের ফুল ভেবে
করি সদা ভুল।


চোখের নজর কম বলে
পিটপিটিয়ে চায়,
আউলা চুলে বাউলা ভুলে
এদিক-ওদিক যায়।


কেউ যদি বলে বুড়ো
ক্ষেপে হয় লাল,
দিগ্বিদিক জ্ঞান শূণ্য
হয় বেসামাল।