পারলে না রুখতে
ছিনিয়ে নিল ঢেউ
তোমারই অমূল্য ধন
হাতাল অন্য কেউ।


কাঁপল না কোনকিছু
শব্দ হল না একচুল
জানতেও পারলে না
কি এমন ছিল ভুল।


বছরের পর বছর গড়াল
অবজ্ঞা আর অবহেলা
অযাচিত ভাবে আগুন নিয়ে
খেলেছ মরণ খেলা।


এতদিনে আজ সময় হল
পোড়ার এবং পোড়াবার
পৃথিবীর সব জঞ্জাল বুঝি
পুড়ে হল ছার-খার।