কেন এই বিস্মিত ভাবনা
বুক ভরে শ্বাস নেয়া
তড়ি ঘড়ি বিশ্বাসের
দু'কদম হেঁটে যাওয়া।


চোর কাঁটা পেরিয়ে
স্বপ্নীল মুখ মালা
যেন বুনোহাঁসের পাখনা
যুথবেঁধে ছুটে চলা।


হিমালয় পাশ কেটে
রক্তিম সূর্য্যটা
হেলে চলে হেলিয়ে
দুম করে সন্ধ্যেটা।


চলে আসে খুব কাছে
অন্ধকার চাদরে
চাঁদের জোছনা মেলে
অতি খুব আদরে।