পৃথিবীর আদিম তম স্বপ্নের মৌনতায়
আমি আজও হাতড়ে মরি অন্ধকারে
খুঁজে ফিরি সৃষ্টির আদি রস
বেঁচে থাকার তাগিদে
জল খাবার দিয়ে জিইয়ে রাখি
যেন শুকিয়ে না যায়।
সমুদ্রের ঢেউ যেমন খুঁজে ফেরে বেলাভূমিকে
মেঘ যেমন বৃষ্টিকে
দুপুর যেমন নিঃসঙ্গতাকে
সুনীল যেমন নীরাকে
তেমনি তন্ন তন্ন করে
রাতের নৈশব্দে খুঁজে ফিরি
হাজার বছরের আলিঙ্গনে ঠাঁসা
অমলিন বিরহে পরিপূর্ণ চিঠির স্তুপে
প্রেমতাপে দগ্ধ স্তব্ধ হৃদপিণ্ড-
যা আজও অপলক চোখে চেয়ে চেয়ে
মেঘের বুকে মুখ লুকায় নিরবে।