আস্তে আস্তে ঘন নীল সন্ধ্যে গড়িয়ে নামে
আকাশের গা বেয়ে
আমাদের খোলা ছাদে নিভৃতে
ঝাঁকে ঝাঁকে যুথবদ্ধ পাখিরা দলবেঁধে
ফিরে যায় নিজেদের শান্তির নীড়ে
মূছে যায় সাদা নীল ঢেউয়ের জুটি
পূর্ব পাশে মেঘের বুকে
ছুরির ফলার মত আধখানা চাঁদ
খুব সন্তর্পনে উঁকি মারে মনের কোণে।
দূরে একঝাঁক তারাদের মাঝে
সন্ধ্যা তারাটা মহারাজের মত আসন গেড়েছে ,
চতুর্দিকে ঘিরে আছে সপ্তর্ষিগণ।
সাদা কালো মেঘগুলো দ্রুতবেগে
ছুটে চলে অন্য রাজ্যে
কি এক অজানা রহস্যে।
বাতাসে ভেসে আসে হাসনাহেনার মিষ্টি গন্ধ।
তারই রেশ ধরে ভেসে বেড়াতে চায়
অযত্নে বেড়ে ওঠা আমার উচাটন মন
তোমার চলে যাওয়া পথপ্রান্তে।