নাড়া দাও ঐ চিত্ত চেতনায়
জেগে উঠুক অনুভূতি,
অন্ধকারে ঢাকা মেঘলা হিম চাঁদ
পূর্ণিমায় ছড়াক দ্যুতি।


ভুলে যাও আজ কি ছিলে তুমি
কে তোমার জন্মদাতা,
আপনাকে বিলাতে নেমে এল ভূতলে
সবুজ কোমল পাতা।


স্রোতস্বিনী নদী ছুটে চলে সদা
ভুলিয়া আপন পর,
ঢেউয়ে ঢেউয়ে তোলে ফেনিল সৌরভ
নিজেকে করে অমর।