সুহাসিনী নারী -‘অর্ধাঙ্গিনী’
ভালবাসার জলপ্রপাত বয়ে যায়
হিমাচল সর্বাঙ্গ দিয়ে।
খিলখিলিয়ে হেসে ওঠে বিরহী কাতর মন,
প্রেমের রাউন্ডে সমান সমান
কখনও বা বেশি
সন্তান লালন–পালনের দায়িত্ব নিতে পারে
বজ্র নিপুন হাতে,
শুধু নিতে পারে না তোমার অমূল্য গোটা দায়িত্ব।
যে সারাক্ষণ আমার আমার করে
গলা ফাটিয়ে চিতকার করে,
এটা আমার ওটা আমার,
গাড়ী,বাড়ী,সন্তান-সবই আমার।
তাহলে নারীর আছে কি?
অপবাদ, লাঞ্ছনা আর বঞ্চনা
নাকি না পাওয়ার সান্ত্বনা ছুঁয়ে
অলক্ষ্যে নিভৃতে বেঁচে থাকা।