জানো,
এই বেশ ভালো আছি,
তুমি যদি আমায় ছুঁতে আসো
এক পলকেই হয়ে যাবো অদৃশ্য।
আমার প্রত্যেক নিশ্বাসে থাকবে বিষ।


অহেতুক কথা বলি না আর,
প্রেম টেম যেন আসে না।
প্রতি রাতে ডায়েরীটা নিয়ে বসি,
দু একটা কবিতা ছাড়া কিছুই পারি না।


জানো, এই বেশ ভালো আছি,
মিথ্যা বলতে বলতে আজ ক্লান্ত।
তাই যাই পুকুর পাড়ের আড্ডায়,
কখনও রাস্তার ধারে বসে শিস্ বাজাই।


সত্যি বলতে শিখছি আমি,
মিথ্যাটা আর আসে না।
সত্যি, এই বেশ ভালো আছি।।