চোখ বন্ধ করে হেঁটে চলেছি
এক স্বর্গীয় সৌরভের টানে,
পাখিদের কিচির মিচির আওয়াজ
ভেসে আসে, মনে হল অনেকটা পথ
                      অতিক্রম করেছি।
হঠাৎ করে সেই টান আর নেই,
         থেমে গেলাম  আমি।
চোখ খুলে দেখি ড্রেনের পাশে
পিচ রাস্তার ওপর আমি দাঁড়িয়ে।
এক বিকট গন্ধ ভেসে আসছে নাকে,
তবুও লোকে হেঁটে চলে ফুটপাতে;
অজস্র গাড়ি ভিড় করেছে রাস্তা,
অসহ্য আওয়াজে কান ঝালাপালা।


আমি এখানে থাকতে বাধ্য,
মিস্ করি পাখিদের সেই গান;
এসব মেশা তোমার রন্ধ্রে রন্ধ্রে,
তুমি শহুরে সন্তান।।