যেদিন আমার বন্ধু হলো সুকান্ত।
সেদিন আমার ২১ বছর,
পার হয়ে যায় দিন গুলো সব একান্ত।
ফুরিয়ে আসে কৈশোর মোর, সময় গুলো পড়ন্ত।
সেদিন আমার বন্ধু হলো সুকান্ত।
যেদিন আমি মহাজীবনের পদ্য শুনি নিতান্ত।
যৌবন মোর টগবগিয়ে বাড়ন্ত।
লাগাম ছাড়া বন্য ঘোড়া, পাখির মতো উড়ন্ত।
সেদিন আমার বন্ধু হলো সুকান্ত।
ভাবনা যেদিন প্রজ্ঞা প্রীতি; বড্ড বেশি দুড়ন্ত।
স্বপ্ন গুলো আকাশকুসুম; এরপরও তা চলন্ত।
সমবয়সী সেদিন আমি আর প্রিয় মোর সুকান্ত।
ঠিক সেদিন মোর বন্ধু হলো ভট্টাচার্য সুকান্ত।