এই দিঘল দীঘির কুলে,
বাউ গাছ গুলো উৎসারিত আজ সমূলে।
এখানে এক সময় নিরীহদের বসবাস ছিলো।
এখানে এক সময় খুঁজে পেতাম হুক্কা খাওয়ার দল।
তাদের গায়ের হাড্ডি গুলো সংখ্যাপত করা যেত।
এখানে বহুকাল ধরে ধানচাষি জন্মাত।
তার পরে ভরে গেল বগা সন্ত্রাসীদের আড্ডায়।
এদের পরিপুষ্ট শরীর গুলো রক্তের দুর্গন্ধে ভ্যাপসায়।
ধান কেউ চাষে না এখানে,
পেশার বদল ঘটেছে আজ;
সন্ত্রাস ও মাদকের ব্যবসায়।