আমার কবিতা যায়নি খোদার তরে;
গায়নি প্রেয়সীর তরে, মানবতার তরে।
গিয়েছে পরকিয়া করে চেতনার ঘরে;
রাজনীতির ব্যানারে ব্যানারে।
অথবা কোনো রাজ্যের রাজার বন্দনা বাণী;
টেনেছে ঘানি পচা মগজের কাঁধের উপর।
তুলেছে ঝড়, তুলেছে ঝড়,
চাটুকের মুখের উপর।
কবিতা গায়নি গান নিপীড়িতদের,
তাদের হৃদয় আজ ভগ্ন।
কেড়ে নিয়েছে ন্যায়ের তনু হতে বস্ত্র;
ইনসাফ তাই বিবস্ত্র প্রচণ্ড নগ্ন।