ব্যথা বুঝি প্রচণ্ড চাপে বুক থেকে কণ্ঠনালীর কাছে আসে?
মস্তিষ্কের সব ধৈর্য কেড়ে নিয়ে চোখের জল ঝড়ায়?
ব্যথা বুঝি পাথর চাপার মতো বুকে বিঁধে?
নিঃসঙ্গতার খুশবু ছড়ায়?
ব্যথা কী করে? কী না করে?
বেদনার আকাশ দেয় তারায় ভরে।
ভাগ্যিস তোমরা বোধ হয় কোনো কবিতা পড় না।
যদি পড়তে ব্যথাই জীবন সঙ্গী হতো।
ভাগ্যিস তোমরা প্রজ্ঞারে বোধ হয় বাসনি ভালো।
যদি বাসতে মস্তিষ্ক পোকায় খেতো।
এই সমাজের সব আহত কবিরা ব্যথার ভাগীদার;
যায়দাদ পেয়েছে উত্তরাধিকার সূত্রে।
বিশ্ব হয় না?
তবে দেখ কী পরিমাণ ব্যথা লেগে আছে
জীবনানন্দের নক্ষত্রে।