কবিতা আজকাল পড়ে না কেউ।
পাঠকের কমতি নয়, আলসেমি।
কবিদের দু’মুঠো চাহিদা আছে?
সন্দেহ,শুধু রসকষহীন গদ্যে ছড়াছড়ি।
কবিতা দিয়ে কেউ করে না; আত্মার সাথে সন্ধি।
খোদার ও মানবীর প্রণয়ে দুটি কবিতা পেতে চায়,
নেহায়েৎ তামাশায়, তবুও সত্য কবিতা পড়ে না কেউ,
কবিতা আজ অবহেলার কারাগারে বন্দি।