রঙিন শরাব কবিতায় এলে,
বাস্তবতা ঢিলে করে গলিত বাতাসে।
আমি বলি, কবিতার নেশা
দুনিয়ার ওয়াইনে নাই।
এ মাতলামো স্বর্গের দুয়ার খুলে আসে।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো আসে;
আযানের দস্তরখানায়।
যে কবি মদ খায়;
কবিতার পেয়ালায়।
তার নেশার সুর
ভয় জ্বালায় মাশুকের কলিজায়।