আমি তোমার সাথে বিতর্ক কি করবো?
আমি আমার বুদ্ধির কাছেই পরাজিত।
পুনরায় বিতর্ক করে পরাজিত হতে হবে তোমার কাছে?
এই বিতর্কের মুরোদ কি আর আমার আছে?
আমি বদলে গিয়েছি,
আমি বদলাই প্রজ্ঞার প্রতিটি প্রহারে।
যার চাওয়া গুলো; সত্যের শৃঙ্খলে হয়েছে পরাজিত।
এই বিতর্কিত পৃথিবীর খায়েশে সে দারুন ভীত।
চিরন্তন প্রদীপ জ্বেলে সে
সাদা রঙের উচ্ছ্বাসিত প্রেমে নিজেকে রেখেছে নিবৃত।