সেদিন পুষ্পকুল করে ভুল,
হারিয়েছিল তার ঘ্রাণ;
রক্ত জবা ডেকে বলেছিল,
আমি হয়েছি লাল মেখে তার খুন রাঙা অম্লান।
সেদিন পদ্ম ও গোলাপ তার সব প্রেম বর্জন করেছিল।
প্রেয়সীর তরে সেদিন কেউ দেয়নি প্রেমের প্রস্তাব।
সেদিন ছড়িয়েছিল নরকের দুর্গন্ধের উত্তাপ।
সেদিনটি ছিলো একদল পিশাচের, একদল নরখাদকের,
রক্ত পান করতে যারা সেদিন একচুলও ছাড় দিলো না ।
সেদিনটি খুনে রাঙা ছিলো শুধু;
সেদিনটি পুষ্পের ছিলো না।
(শহিদ ডা. মোহাম্মদ ফারুক খাঁনের প্রতি)