সব পরাজয় পরাজ নয়।
কখনো হয়;
পরাজয় বিজয়ের দাবি।
সব হেরে যাওয়া হেরে যাওয়া নয়।
কখনো কখনো হেরে যেতে হয়;
হেরে যাওয়া ছড়ায় সুরভি।
ছেড়ে যাওয়া কখনো ছেড়ে যাওয়া নয়।
ছেড়ে গিয়ে কখনো হয় সুদৃঢ় বন্ধন।
সব খোয়াব যদি ভঙ্গ না হয়,
হাকিকত তবে করবে ক্রন্দন।