এ ব্যাটা বাম ঘরানার লোক।
দেখ বামদের সাথে মেলামেশা করে,
বামদের মত চোখ।
ব্যাটা বাম ঘরানার লোক।
না না ডান ঘরানার লোক।
দেখ ডানদের সাথে কোলাকুলি করে,
ডানদিকে ঝোঁক।
ব্যাটা ডান ঘরানার লোক।
আরে না! ওতো উদারপন্থী ভাই।
উলঙ্গ হওয়া স্বভাব ওর লজ্জা-শরম নাই।
ওতো উদারপন্থী ভাই।
দেখি দেখি ভাল করে,
ও ডান বাম নয়, সাচ্চা দিলে মধ্যপন্থা করে।
দুই নৌকার মাথায় পা দিয়ে জলের মধ্যে পড়ে।
নিশ্চিত আমি এ আহাম্মকটা মধ্যপন্থাই করে।
দেখ কেমন প্রশ্ন বলে?
ডর-ভয় নাই আল্লাহ-খোদার,
নিশ্চয়ই সংশয়বাদী দলে।
দেখ কেমন প্রশ্ন বলে।
সবকিছু ছেড়ে-টেরে।
এইবার ব্যাটা এসেছে দেখ ধর্মের পথে তেড়ে।
নিশ্চয়ই ও সুন্নি হবে অথবা শিয়ার ভাই।
যেই পথে যাক এ বেলায় আর ওরতো রক্ষা নাই।
কর্তৃপক্ষ ওঁত পেতে আছে।
তকমার সীল এঁটে দিবে পাছে।
কিন্তু ঘটিল যা,
ব্যাটা বেচারা মনের দুঃখে ধরলো সন্ন্যাস গা।
সংসার ছেড়ে জঙ্গলে গিয়ে সাধবে আত্মামনি।
ছেড়ে দিয়েছে ব্যাটা জীবনের সব আসল লক্ষ্য ভণি।