জীবনের সব রং মুছে গিয়ে ধূসর হয়ে যায় যদি।
শুকায় যদি সবেগে চলা খরস্রোতা নদী।
সব ভুল এসে যদি কড়া নাড়ে দ্বারে।
তুমি খুঁজে নিও তারে;
সিজদায় অথবা মোনাজাতে,
রাতে ও প্রভাতে;
সুপ্ত বেদনা গুলো
বলো বারেবারে।