তিনি কথা বললে পুষ্পের পাপড়ি গুলো ঝড়ে যায়;
খেই হারায়, নিজেকে খুঁজে বেড়ায় অস্তিত্বের প্রগাঢ় টানে।
তার চোখের আতশ কাঁচে,
আছে এক্সের রে,
গোস্তের কোষ চিরে
ইলমের হাড্ডিরে;
তুলে আনে মোনালিসার ছবির পাতায়।
তার পাকা সাদা চুল বৃদ্ধের নিশানি নয়,
প্রজ্ঞার জমিনে ইবনে বতুতা হয়ে;
কত শত বসন্ত-হেমন্ত পার করছে,
তার হিসেব কষে রঙিন খাতায়।