ঐ কাঁচের টুকরোগুলো তুমি জুড়ে দিতে এসো না;
যা ভেঙেছিল আচমকাই।
ভেঙে যাওয়া দিনগুলো পিছে চলে যায়;
যা ভেঙে যায় তা অস্তিত্ব হারায়।
ভাঙার মতো যা আছে তা সব আমার।
আমি ওগুলো কিনেছি বিষণ্ণতা দিয়ে,
ওগুলো ছিলো ব্যর্থতার প্রাপ্তি।
এই সমাজ যে আঘাত দেয়।
তার হিসেব কে নেয়?
শেষে আবর্জনার মতো
ভাঙা হৃদয়ের টুকরো যত;
ময়লার গর্তে ফেলায়া।