বাংলাদেশের দূরত্ব চীনের থেকে
    ঊনিশ'শ কিঃ মিঃ দূরে,
এতোগুলো পথ পাড়ি দিয়ে করোনা
    আসলো কেমন করে?


করোনা নাকি বায়ু বাহিত নয়
    ছোঁয়াতে ছোঁয়াতে হয়,
চীনের ছোঁয়া এখন বাংলাদেশে
    তাইতো সবার ভয়।


নারায়ণগঞ্জে না কি বাসা বেঁধেছে
    ঘুরছে ঢাকায় বেশ,
সেখান থেকে আবার ঘুরে বেড়াচ্ছে
    সারা বাংলাদেশ।


যশোর শহর ঢাকা থেকে
     দুইশ কিঃমিঃ প্রায়,
সেখানে আসলো কি ভাবে করোনা
    গাড়ি ঘোড়াতো নাই। 


যশোর থেকে বাঘারপাড়ার দূরত্ব
    আঠার কিঃমিঃ হবে,
এই সামান্য পথ পাড়ি দিয়ে সে
    আসবে বুঝি কবে!


বাঘারপাড়া বাসীর তবু হুশ ফেরেনি
    চলছে আগের মত,
হাট বাজার আর রাস্তা ঘাটে
    লোক যে শত শত!


এমন সরল-সহজ-অংক
    বুঝছে না লোক জন,
আঠার কিঃমিঃ পথ পাড়ি দিতে
    লাগবে কতক্ষণ?