আমি চেয়ে থাকি গোলাপের জোছনার দিকে।জোছনারা এদিক ওদিক একটু ছুটোছুটি করে।


আমি রাত্রি হলে ঘুমাতে পারিনা সেখানে জোছনারা একটু পরশ নেয়-
কী এক আভা আমাকে ছেয়ে ফেলে আমি যেন ঘুমন্ত মৌমাছি-
আমার শিয়রের কাছে কারা যেন আতর ছিটিয়ে দিয়েছে।


অনেক প্রহর ঘুমন্ত থাকিয়াও উঠিয়া দেখি জোছনা-কলিগুলি যেমন ছিল তেমনি আছে।


আমার ভাতে-প্রাতে যদি তুমি ( সে) কিছু বিলাতে চাও তাহলে কিছু "সুরমা" এনে সেখানে রাখিও।


কোয়ালা যখন জেগে উঠে তখন সেও দেখে "সে"
যেমন ছিল তেমনি আছে।


তারারা রাতে বীক্ষণ করে আর ভাবে এমন "নীলিমা" যদি আমাদের থাকিত।


এপার ওপার সব পার ঘুরে যেদিন শ্রান্তিতে যাব সেদিন কিছু "জরি" এনে আমার বিশ্রামগাঁয়ে রাখিও।