তোমার চোখে অসীম্ দ্যুতি, ঠোঁটে নীলাভ আভা, গালে এক পেয়ালা কাজ করে।

  
   তোমাকে যে দেখেছিল ভিঞ্চি মোনালি'র  আগের রাত'।
  
         তোমাকে দেখে রবীন্দ্রনাথ  'হিমশৈল' কাব্য রচনা করেছিল।



    আমি যে মিশরের সিনাইয়ে, আগ্রার তাজমহলে তোমাকে দেখেছি।

_______ তোমাকে দেখে দেখে আমি যে তিলোত্তমা, নীলাবতী, সুঅঞ্জনা কাব্য রচনা করেছি।


  কতকাল আমি কাশ্মির যাইনি, কত কাল আমি আগ্রা যাইনি; তুমি কবে আসবে, কবে এ পবনে ফুল ফুটবে?