কাল একটি ফুল ফুটেছিল।
আজও একটি ফুল ফুটবে।

এমনি করে ফুল ফুটতেই থাকবে।

ফুল যদি না ফুটে?  আমার খারাপ লাগে।
তাহলে?  ফুল ফুটুক আমি এটাই চাই