ঝর্ণা চলে লাফিয়ে লাফিয়ে।

ঝর্ণা চলে টগবগিয়ে।

ঝর্ণাকে আমি যে দেখেছিলাম নীলাদ্রী-নদীর তীরে।
সেই থেকে আমি আর 'শীত-নিদ্রা' যেতে পারি না।


কোনকালে কোন ডায়নার ডায়েরীতে  তার নাম লেখা ছিল।

আমি যে হাজার বছর আগে 'অ্যাফ্রোদিতির' নাম একবার মুখস্ত করেছিলাম।

যদি মোরে 'তাজমহলের' কাছে নিয়ে যাও আমি যে 'হেলেনকে' দেখতে চা'ব।