(১) তোমার নাম

কার জন্যে এত অপেক্ষা?
সে তুমি।
তুমি নতুন নাম নিয়ে এলে।
সে নাম 'পৃথিবী'।

(২)অনেক গোলাপ

কবি নজরুল বলেছেন সবচেয়ে সুন্দর ফুল গোলাপ।
আমি বলি তুমি।
কি করে এত সুন্দরী হলে?
সে নাম হোক "গোলাপ হারা"।


(৩) আল্লাহ

আল্লার নাম লও, আল্লার।

আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই।

তিনি তোমার সহায় হবেন।

হে আল্লাহ তুমি সবাইকে ক্ষমা করে দাও।

  
(৪) মায়ার সংসার


জগৎটা একটা চায়ের পেয়ালা।

আমি শুধু চুমুক দেই।

আমার দিকে চেয়ে থাকে।

আমি কোথায় যেন হারিয়ে যাই।