(১) তুমি আসবে

ফুলের মালা সাজিয়ে রেখেছি।
তোমাকে দেব।
তুমি বলবে অনেক সুন্দর।
সে মালা আমি গলায় পরব।

১ দিনে ৩ দিন।
বছরে ১০০০ দিন।
এইভাবে আমার দিন যাবে।

(২) কতদিন!


  সেই দিনের কথা বল যেই দিন তুমি ছিলে।
  আজ তুমি নেই।
  যেন হাজার বছর হল।