(১) তুমি আমার

সেদিনের গল্পটি বল যেদিন তুমি আমার ছিলে;
আজ থেকে শতবর্ষ আগে।

সেদিন আকাশে তারা ছিলনা।

    মনে হয় সেদিনো আকাশে তারা ছিল!

(২) তুমি-আমি

চল সেই দেশে যাই যেই দেশে কেউ নাই।

তুমি আমার দিকে আমি তোমার দিকে কিছুক্ষণ চাব।

   সেই গল্প লিখে লিখে দুনিয়া ভরাব।

আমরা অমর কবি হব....।

(৩) তোমার নাম

যার কথা ভাবি সে তুমি।
তুমি যেন নতুন আসলে।

    আমি যেন আকাশ থেকে পড়লাম।


(৪) তুমি সুন্দর

এই পৃথিবী অনেক সুন্দর সেখানে তুমি থাক।

   তুমি না থাকলে পৃথিবী কেমন হতো সে কথাই ভাবছি।