(১) সুন্দর

কি কথা বলি খুঁজে পাইনা;
                তোমার নাম সুন্দর।

এ সুন্দর আমাকে আষ্টেপিষ্টে জড়িয়ে থাক্।


(২) তুমি আমার

মোনালিসা, কোথায় আছ? কেমন আছ?

তোমাকে নিয়ে যে ভিঞ্চি ছবি এঁকেছিল তা কি পরিপূর্ণ ভাবে আঁকতে পেরেছিল?

তুমি আমাকে একদিন সুযোগ দিও আমি মনমত আঁকব।

(৩) ইরাবতী


রাজা নেপোলিয়ন একদিন নির্দেশ দিলেন ইরাবতীকে ধ্বংস করে ফেলতে;  ইরাবতীর কারনে সমস্ত পুরুষ দিশেহারা।

একে   একে সব ব্যর্থ হয়।

অবশেষে রাজা নেপোলিয়ন নিজেই রওয়ানা হলেন।কিন্তু তিনিও ঠিক থাকতে পারলেননা ইররাবতীর রূপের ছটায় প্রেমে পড়লেন।


      ইরাবতী বলেন এতদিন আমার রাজা সত্যকারের রাজা হল।

(৪) তোমার নাম

এই পৃথিবী অনেক সুন্দর, তার মাঝে তুমি সুন্দর।

আমি কেমন করে তোমাকে দেখি?

আমাকে আপাদমস্তক একটি চশমা দাও তোমাকে দেখি।



৫)  শুধু তুমি

ভালবাসা একবারই এসেছিল জীবনে, সে তুমি।


আজ তুমি এলে, বললে এ ভালবাসার মূল্য নেই।

( আমি কোথায় যাই!)

(৬) তুমি-আমি দুজনা

এই এদিকে আসতো,   কেমন লাগছে?
খুব সুন্দর।
তুমি  থাকলে আরও সুন্দর লাগে।