(১) দুঃখ আমার শেষ-কবিতা
এক নদী দুঃখ আমাকে দাও-
আমি দুঃখের কবিতা লিখি।
দুঃখ যে আমার স্বপ্ন-বাসর
দুঃখ যে আমার শেষ পৃথিবীর গান
দুঃখের মালা গাইতে গাইতে আমি যে শেষ নিঃশ্বাস নেব।
(২) তুমি আমার
যেদিন ইস্রাফিল শেষ সিঙ্গায় ফুঁ দিবেন সেদিনও কিছু গান থাকবে।
সেদিনও কেহ কেহ নন্দিনী বলে চিৎকার করবে
সেদিনও কেহ কেহ তমালিকা বলে চিৎকার করবে।
আমি যে শেষ পৃথিবীর শেষ ' অন্তিম' পর্যন্ত তার জন্য অপেক্ষা করব।
আমাকে বাঁধন কেটে দাও আমি দুনিয়া, ধরিত্রি ছেড়ে চলে যেতে চাই।
(৩) "একটি মৃত্যুদন্ড"
আমাকে এক গ্লাস পানি দে- আমি পান করি।আমার ছোট মেয়েটিকে বলিস আমি কোন অপরাধ করিনি।
কাল যখন পত্রিকায় বেরোবে, সারাদেশে হৈ হুল্লোড় পড়ে যাবে- আমি যে কেঁদে কেঁদে একুল ওকুল ভাসাব।
আমায় নিয়ে কবিতা লিখবে সে কবিতায় 'আমি' থাকব কিনা সন্দেহ।
আমার নামে যে জার্নাল বেরোবে সে জার্নাল পারলে তোমরা পুড়ে ফেল।
আমার পৃথিবীতে আগুন দিয়ে বোলো এ-পৃথিবী কোনদিন ছিলনা।