(১) করোনা- একি


   করোনা আসছে বজ্রের মত করে
   করোনা আসছে ঘূর্ণিবালুর মত করে

                               তুমি শেষ ইচ্ছা পূরণ করে নাও


(২)তুমি আমার স্বপ্ন-পরী


   তোমাকে দেখলে খেতে ইচ্ছে করে না
     তোমাকে দেখলে সাহারাকে গঙ্গা মনে হয়।

    তুমি যে পশ্চিম আকাশে জেগে উঠা জোতি

  আমি আমার জীবনের শেষ দিন তোমাকে দেখতে চাব
   আমি যে শেষ দুনিয়াতে তোমার সঙ্গ নেব।

     তুমি বল্গা হরিণ হয়ে উড়ে এসো
     তুমি শেষ পৃথিবীর উল্কা হয়ে ঝড়োবেগ হও।

    আমি এক গীতা ভূমিষ্ট করব যেথায় শুধু তোমার নাম লেখা
      আমি এক ফলা বিসর্জন দেব যেথায় শুধু তোমার নাম বসানো।


  (৩)এ জীবন তোমার আমার


      আমি যদি দোয়েল হতাম
        উড়ে উড়ে তোমার কথা বলতাম

     এখান থেকে ওখানে যেতাম উড়ে
                    তুমি থাকতে সাথেে

    আমি যে আকাশে উড়াল দিতাম
     সেথায় তোমার ছবি আঁকতাম

      গঙ্গা নদীতে গিয়ে বলতাম সে যে আমার সবচেয়ে বড় হরিণী।



                    এ জীবন শুধু যে এক অ্যাফ্রোদিতিকে দেখত।তার ছবি এঁকে এঁকে আমি যে সময় কাটাতাম।


   (৪) শুধু তোমার জন্য


  হৃদয় মন্দিরে তার ছবি আঁকা

  আমি যত চাই __ সরাতে পারিনা

  সে যে আমার স্বর্গের সাধনা
শেষ তিথির 'অনেক গল্প'

    এ জীবন গঙ্গার তীরে মিশে গেলেও তার কথা বলবে
এ জীবন শেষ পাহাড়ে ঠেকলেও তার কথা বলবে।

আমি যে কতকাল ট্রয় সাধনা করেছি
আমি কতকাল আগ্রা'' সাধনা করেছি

  আমাকে একটি রাফলেশিয়া দাও আমি নেবনা
   আমাকে একটি তাজমহল দাও আমি নেবনা

                তুমি যে আমার "নার্গিস"।



  (৫) তোমরা তাজমহল ভেঙ্গে ফেল


   ভূমধ্যসাগরের তীরে এক যে অট্টালিকা দেখা যায়।সেখানে পৃথিবীর রাজা-ফারাওরা প্রণয়'' নিয়ে আলোচনা করে।কেউ যদি পরিনয়কে অশ্রদ্ধা করে তবে তাকে চিরতরে নিঃশেষ করে ফেলার সিদ্ধান্ত হয়।

             এ সিদ্ধান্ত স্বয়ং প্রভুর থেকে আগত।