(১)তুমি সুন্দর

সকালে ফোটা একটি ফুল পদ্ম-গোলাপ।
কত সুন্দর!
যেন চেয়ে থাকে।
আমাকে মেম্পিসের ঠিকানা দিয়েছে।

মেম্পিসে ফোটা সবচেয়ে সুন্দর ফুল ক্লিওপেট্রা।
সে আজ নেই
সে থাকলে এ সকাল আরও মধুময় হতো।

(২)তোমার  জন্য

এ পৃথিবীতে ফোটা সবচেয়ে সুন্দর ফুল তুমি।
আমি বার বার দেখি।
এ দেখার শেষ নেই।

তুমি কবে আসবে?
কবে বলবে ভালবাসি?
সে মুহূর্তটির জন্য আমি অপেক্ষা করতেছি।