(১) গোলাপ ফুল

গোলাপ ফুলটি অনেক সুন্দর।
আজ স্বর্গে ফুটল।
স্বর্গ বলে, আমার জীবন ধন্য।
আমি বলি, গোলাপের জন্যই তোমার জন্ম।

(২) নদীর নাম মধুমতি

নদীর নাম মধুমতি।
শুধু বয়ে চলে, বয়ে চলে।

বয়ে বয়ে কাকে যেন খোঁজে।
সে জনা আজ নেই।
সে জনা থাকলে মধুমতির গল্প ভাল করে শোনা যেতো।

(৩) তোমার অপেক্ষায়

১টি নয় ২টি নয় ৭০০ বছর তোমাকে দেখেছি।
আজ আর নেই।
কেমন করে দেখি?

তুমি নতুন করে আসো ভাল করে দেখি।