(১) ভালবাসা

আর কাউকে ভালবাসবনা, তোমাকে।
তুমি অনেক আগে এসেছিলে।
আজ আর নেই।
কেন এমন হল?

তুমি প্রতিদিন আসবে।
প্রতিদিন ভালবাসব।
ভালবাসা হবে প্রতিদিনের নাওয়া- খাওয়া।

(২) ভালবাসা

হাজার বছরের শ্রেষ্ঠ সুন্দরী তুমি।
তোমাকে কি বলি?
ভালবাসি।
এ শব্দটির চেয়ে বড়ো কিছু আমার জানা নেই।

(৩) ফুল

পৃথিবীটা অনেক সুন্দর।
তুমি আরও সুন্দর।
শ্রেষ্ঠ ফুল।
একে আমি ভালবাসি।
বলি, "তাজ্জব"।