(১) ভালবাসার নদীটি অথৈ সুন্দর


কতবার বলেছি, তুমি সুন্দর।
কতবার বলেছি, তুমি কানে দুল পর।
কতবার বলেছি, তোমার নাকে নাকফুল উঠুক।

তুমি শুননি।
শুনেছ ' বালা'।

বালা কি সুন্দর?

তুমি আমার কথা শুন তোমাকে সুন্দর লাগবে।



(২) একটি ফুলে এত ঘ্রাণ


ভালবাসার নদীটি অনেক সুন্দর। সেটি বয়ে গিয়েছে  চট্টগ্রাম হয়ে ফটিকছড়ি ; ফটিকছড়ি হয়ে রাজলক্ষ্মী।

সে আজ আসল।তাকে বলি, ভালবাসার নদীটি দেখ।