(১) তোমাকে চাই

অনেকদিন আগের কথা।
সেদিন তুমি আমার ছিলে।
সেদিন আকাশে তারা ছিল।
আজ তুমি নেই।
আজ আকাশে তারা নেই।

(২)তোমার নাম

যেখানেই যাই তোমাকে খুঁজি।
তুমি অনেক সুন্দর।
গানে গানে অনেক কথা বল।

আমি নীলগিরি পাহাড়ে গিয়ে যে চিঠিটি  লিখেছি
সেখানেও তুমি ছিলে।

আজ তুমি নেই।
কেমন করে খুঁজি?
তুমি নীলগিরি পাহাড়ে এসো তোমাকে খুঁজি।

নীলগিরি পাহাড়ে কোন পানি ছিলনা তোমার আগমনে সেথায় পানি ফিরে আসুক।

(৩) বনলতা সেন ও জীবনানন্দ দাশ

কবি জীবনানন্দ দাশ স্বপ্ন দেখেছিলেন একটি ভাল কবিতা লিখবেন।
লিখলেন বনলতা সেন।
তার স্বপ্ন সত্যি হল।

আজ বনলতা সেন বিশ্বময়।
জীবনানন্দ দাশ কি করবেন?
তিনি একটি অগ্নিস্ফুলিঙ্গ মাথায় নিয়ে সারা পৃথিবী ঘুরলেন।

(৪) ডায়না

কার নামে এ চিঠি লিখি?
ডায়নার।
ডায়না অনেক সুন্দর ছিল।
আমাকে অনেক চিঠি লিখেছে।

সে চিঠির কোন ঠিকানা ছিলনা।
আজ ঠিকানা ফিরে এল।
আমি যেন কোথায় হারিয়ে গেলাম।