(১)নবনীতার গান


এ পৃথিবীর গান তুমি।
আমি ভালবাসি।
যেন আমাকে কোথায় নিয়ে যায়।


আমি দেখেছি অ্যাফ্রোদিতিকে।
আমি দেখেছি ক্লিওপেট্রাকে।
আজ তারা নেই।
আজ শুধু তোমাকেই দেখি।
তোমাকে নিয়ে আমি একটি কবিতা লিখি;
সে কবিতার নাম, অ্যাফ্রোদিতির ফুল।


যুগ-যুগান্তের কবি জীবনানন্দ আজ আসলেন।
বললেন, আমি যদি কবিতা লিখি সে কবিতার নাম হবে অ্যাফ্রোদিতির খোঁপার চুলে।


আমি আরও একটি কবিতা লিখি। সে কবিতার নাম, অ্যাফ্রোদিতি এসেই বলল আমাকে এ ফুলটি  দাও।


তিনটি কথায় একটি কথা হয়, সেটি শনিবার।শনিবারে শুধু ফুল ফুটে ।


(২) শয়তান

আরও একজন মারা গেল।যেন শয়তানের তিনবার মৃত্যু হল।
শয়তান তুমি আবার আস, আবার মৃত্যু হোক।


( উল্লেখ্যঃএটি একটি বিদ্রোহী কবিতা, মানবতাবাদী কবিতা)