(১) যন্ত্রণা


সকালে হাঁটি, বিকেলে হাঁটি ডায়াবেটিস যায়না।

          যেদিন ডায়াবেটিস যাবে সেদিন এই পৃথিবী মুক্তো বলে মনে হবে।


(২) সিন্ধু


   সিন্ধুর পাড়ে গিয়ে একটি কবিতা লিখতে ইচ্ছে হয়।

          সে কবিতার নাম হল তুমি।

তুমি কি কোনদিন সিন্ধুকে ভালবেসেছ?

      তুমি যে সিন্ধুর চেয়েও বড়।


(৩) প্রিয়ার মন


খোলা তলোয়ার হাতে নিয়ে আমি প্রিয়ার সামনে দাঁড়ালাম।

    বললাম, তুমি যদি আমার না হও এ জীবন আমি শেষ করে ফেলব।

              সেই থেকে প্রিয়া আমার।


(৪) পৃথিবীর আদি-রূপ


মোনালিসা দেখার ইচ্ছে হল-
                                   পথ থেকে রওয়ানা হলাম।

  যেতে যেতে মোনালিসার ছবি আঁকতে লাগলাম-

       সে কি এক পৃথিবী না কি এক সাগর'' জল।

    কোনকিছুই চোখেতে পুরায়না।

  শেষ পর্যন্ত গিয়ে হাজির হলাম।


     এ যে অষ্ট-নদীর  নবম গগন, শেষ পৃথিবীর অশ্বিণী গান।


            ( এমন দখিনা যদি আগে দেখতাম)।