(১) একজন মীনাকুমারী

  

    মীনা কুমারী,
             তোমাকে আমি দেখিনি।
     কি গান তুমি গাইতে?
     সে গানে কি সূরা লুকিয়ে থাকত?


  তুমি কেন দেশান্তরি হইলে তা একদিন আমাকে গোপন অভি-যাত্রায় এসে বলে যেও।


(২) স্বপ্ন-বালা


সবচেয়ে সুন্দর নারী তোমাকে আমি দেখিনি।

কি মালা তোমায় উপহার দেব?

কি মালায় তুমি তৃপ্ত হবে?

সে মালা কি 'ঐশ্বরিয়া' কভু স্বপ্ন দেখেছিল!
          

(৩) ডন ব্রাডম্যান


   ডন ব্রাডম্যান কেমন খেলতেন তা আমি দেখিনি।
শুনেছি প্রতি ম্যাচে শতরান করতেন।
এও কি সম্ভব!
এটা ইশ্বরের অষ্টম আশ্চর্যের একটি।

(৪) চন্দন ফুল


সেদিন প্রভাতে তোমার কথা মনে পড়ল।
আমি যে চন্দনফুলে পানি দিতেছিলাম।
সে কথা ভেবে ভেবে এক মালা গেঁথেছিলাম।

   সে মালা শুকিয়ে গেছে।

এখন প্রতিটি জহর-মণি তোমার কথা কয়।

আমি কি করে ঘুমাব তা খুঁজে পাই না।

(৫) তুমি- একজনা


যদি মোরে প্রশ্ন করা হয় এ পৃথিবীতে সবচেয়ে বড় কি, "রবি"।

যদি মোরে প্রশ্ন করা হয় এ পৃথিবীতে সবচেয়ে সুন্দর কি, "ফুল"।

যদি মোরে প্রশ্ন করা হয় এ পৃথিবীতে সবচেয়ে গভীর কি, "নদী"।

  

    তুমি আমাকে প্রশ্ন করোনা এ পৃথিবীর কৃষ্ণচূড়া
কি,
     সে যে তুমি, শুধু তুমি,  তোমার- নাম।