(১)
'
কাছে থেকেও তুমি আপন হলেনা
এই নিয়ে বুকের মাঝে জাগে যন্ত্রণা
তুমি দূর কেউ হতে কথা ছিলনা
বুকের মাঝে একটা থাকত সান্ত্বনা।
(২)
তোমার নামে কতবার আমি ধরেছি সুর
কাছে থেকেও মন থেকে রেখেছ দূর।
এই কথা ভাবলে অশ্রু বাধা মানেনা
দুঃখের এক নদী হয়ে যায় রচনা।
কাছে থেকেও তুমি আপন হলেনা
এই নিয়ে বুকের মাঝে জাগে যন্ত্রণা
তুমি দূর কেউ হতে কথা ছিলনা
বুকের মাঝে একটা থাকত সান্ত্বনা
(৩)
তোমায় নিয়ে এখনও স্বপ্ন দেখি হায়
যদি তুমি আস ওগো মোর দরজায়
এইভাবে আমার দিন কেটে যায়
আশা করি স্থান দেবে মন বাগিচায়।
কাছে থেকেও তুমি আপন হলেনা
এই নিয়ে বুকের মাঝে জাগে যন্ত্রণা
তুমি দূর কেউ হতে কথা ছিলনা
বুকের মাঝে একটা থাকত সান্ত্বনা।