আমি কোনদিন তোমাকে দেখিনি।

      তোমার গায়ে কি লাল নীলাভ আভা শোভা পেত? তুমি কি পেখম মেলে ময়ূরী নাচ নাচতে?

     তুমি এসো এ ধরায়।

আমি জোনাক পোকার শাড়ী পরে তোমাকে অভিবাদন জানাব।আমি যে নীল চন্দ্রিমা জোছনায় তোমাকে গোসল করাব।

           তুমি থাকবে বসে 'রোমের' রানী হয়ে।

   আমি বেবিলনের পাদুকা তোমার পায়ে পরিয়ে দেব।

          তুমি  বিটোফেন-মোজার্ট  গাইবে।