কলিকাতা শহরে পাখি নেই।এখানে হিবিজিবি জড়ো হয়ে থাকে।এখানে কারো পানে কোন কথা নেই।
ডাক-হরকরা বার বার ডেকে যায় কিন্তু কারো দেখা পায়না।
এক গাইনী-ডাক্তারনী বলে তোমরা এসো- কিন্তু কেউ ফিরে চায় না।
যারা যারা পৃথ্বিতল স্পর্শ করতে চেয়েছিল তারা কেউ এ-দেখা পায় না।
মুনী ঋষিরা একবার গিয়েছিল সেথায় - আর যায় না।
কলকাতা শহরে যে ডাহুকী বিক্রি হত সেটা এখন 'নতুন-বাজারে' পাওয়া যায় ।