আজ আর পৃথিবীতে তার নাম নেই।

সে যে ছিল আসমানের 'দো'-তারার মাঝে।

তাকে নিয়ে হাজার কবিতা লেখা হয়েছে।

তার নামে শিঙ্গা বিসর্জন দেওয়া হয়েছে।

সে দিন-রাত্রি ঘুম পাড়ানী গান শুনত।

তার নামে'-সুরের বাতাস আকাশ-বাতাস প্রকম্পিত করেছে।

সে যে জ্যোৎস্না দেখেছে রাতে সে- জ্যোৎস্নার কবিতা লিখেছে।

এই পৃথিবী-ধরাধাম আলোকিত হয়েছে তার আলোয়।

জগৎটা যদি একদিন অন্ধকারে নিমজ্জিত হয় সেও বলবে আমি ছিলাম একদিন আলোয়।

আমার জীবনের সব কবিতার প্রথম 'কাকলীতে সে ছিল।

ধন্য ধরা ধন্য একজন
      যে এসেছিল এক- অনন্য।

একটি বাঁশি বানিয়ে তার নামে সুর দিলে সে বাঁশিতে 'ঐশ্বর্য' খুঁজে পাওয়া যাবে।